জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। বৃহস্পতিবার, ১৩ মার্চ, জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী, উপজেলা খাদ্য কর্মকর্তা আইমান বিনকে ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের খাদ্যসংকট দূরকরণের লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচি একটি মহতী উদ্যোগ। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারের লক্ষ্য হলো, দেশের সকল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যাতে এই সহায়তা পায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় একজন ব্যক্তি প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন। সদর উপজেলার ৬৩টি পয়েন্টসহ জেলার সাতটি উপজেলার ২৮৬ জন ডিলারের মাধ্যমে মোট ১ লাখ ৪৮ হাজার ৪০৯ জন ব্যক্তি এই খাদ্য সহায়তা পাবেন।
খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের সময়সীমা মার্চ এবং এপ্রিল মাস, এবং দ্বিতীয় প্রান্তিকের সময়সীমা সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে চলবে। একই সাথে, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলায় ৩ লাখ ৮১ হাজার ৪৪টি পরিবার ১০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন।
এ কর্মসূচির মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।