মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঁদা দাবি ও নানাভাবে হয়রানির অভিযোগ এনে ভুক্তভোগী নজরুল ইসলাম শাহিন শনিবার রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, ২০২১ সালের ১ জানুয়ারি তিনি ও তার পার্টনার এস এম বেলায়েত হোসেন উপজেলার দিলবরনগরে মুহিবুর রহমান সার্ভেয়ারের একটি বাড়ি ভাড়া নিয়ে ৫ বছরের চুক্তিতে ‘নিরালা ইকো রিসোর্ট’ নামে একটি রিসোর্ট ব্যবসা শুরু করেন। পর্যটকদের সুবিধার্থে প্রায় ২৭ লক্ষ টাকা বিনিয়োগ করে ইকো কটেজ তৈরি করা হয়। ব্যবসা ভালো চলায় স্থানীয় কিছু রিসোর্ট মালিক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রোষানলে পড়েন।
২০২১ সালের ডিসেম্বরে সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিক মিয়া ও আলাউদ্দিনের নেতৃত্বে ৮-১০ জন কর্মী রিসোর্টে এসে মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তারা হুমকি দেন, চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। নজরুল ইসলাম বিষয়টি স্থানীয় মুরব্বি ও পুলিশ প্রশাসনকে জানান। এরপর থেকে তারা রিসোর্টে আগত অতিথিদের রাস্তায় আটকে পরিচয় জানতে চান এবং নানাভাবে হয়রানি শুরু করেন। এতে পর্যটক আসা কমে যায় এবং ব্যবসায় ধস নামে।
২০২২ সালের মার্চ-এপ্রিলে তারা মসজিদের মুসল্লিদের উস্কানি দিয়ে রিসোর্টে অসামাজিক কাজ ও গান-বাজনা হওয়ার মিথ্যা অভিযোগ তোলেন। নামাজ শেষে মুসল্লিরা রিসোর্ট ঘেরাও করে প্রতিটি রুম তল্লাশি করেন, কিন্তু অবৈধ কিছু পান না। স্থানীয় মুরব্বিরা ক্ষমা চাইতে বললেও তারা ক্ষমা না চেয়ে ভবিষ্যতে প্রমাণ দেওয়ার হুমকি দেন। এরপর ডিবি ও জেলা পুলিশের মাধ্যমে নজরুল ইসলাম ও তার পার্টনারকে নানাভাবে হয়রানি করা হয়।
২০২৩ সালেও তাদের হয়রানি অব্যাহত থাকে। ২০২৪ সালের জুন পর্যন্ত তারা ব্যবসা চালিয়ে যান, কিন্তু জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় পর্যটক আসা বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট রফিক মিয়া ও আলাউদ্দিন বিএনপি সেজে রিসোর্টে এসে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে তারা রিসোর্টের ৪টি এসি খুলে নিয়ে যান এবং রিসোর্ট ভেঙে চুরমার করে দেন। এসময় তারা মূল্যবান সম্পত্তি লুটপাট করে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করেন। একটি মটরসাইকেলেও আগুন ধরিয়ে দেন।
পরে নজরুল ইসলাম র্যাব ও সেনাবাহিনীর সহায়তা চান, কিন্তু কোনো ফল পাননি। ২১ আগস্ট ২০২৪ তারিখে তিনি আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্ত রফিক মিয়া ও আলাউদ্দিন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি তদন্ত করে দেখার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।