বাকিতে তেল প্রাপ্তির ঐতিহাসিক সৌদি-পাকিস্তান চুক্তি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
বাকিতে তেল প্রাপ্তির ঐতিহাসিক সৌদি-পাকিস্তান চুক্তি

পাকিস্তান ও সৌদি আরব জ্বালানি তেল আমদানি ও অবকাঠামো উন্নয়নে ১.৬১ বিলিয়ন ডলারের দুটি চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার এই চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হলো। ইসলামাবাদে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) প্রধান নির্বাহী সুলতান আবদুর রহমান আল-মারশাদ উপস্থিত ছিলেন।  


এই চুক্তির আওতায় সৌদি আরব থেকে ১.২০ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে পাকিস্তান এক বছরের বিলম্বিত অর্থপ্রদানের সুবিধা পাবে। এছাড়া মানসেহরায় গ্র্যাভিটি ফ্লো ওয়াটার সাপ্লাই প্রকল্পে ৪১ মিলিয়ন ডলারের একটি সহজ শর্তের ঋণ দেবে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট।  


চুক্তি স্বাক্ষর করেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সুলতান বিন আবদুর রহমান আল-মারশাদ ও পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ড. কাজিম নিয়াজ। অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডার, পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল-মালকি ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বিলম্বিত অর্থপ্রদানের এই চুক্তি পাকিস্তানের বাজেট সংকট কমাতে সাহায্য করবে এবং জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে। এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে।  


মানসেহরার পানি প্রকল্পের মাধ্যমে ১.৫০ লাখ বাসিন্দা নিরাপদ পানি পাবেন, যা ২০৪০ সাল পর্যন্ত চাহিদা মেটাতে সক্ষম হবে। পাকিস্তানের জন্য এটি একটি বড় অবকাঠামোগত উন্নয়ন, যা নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করবে।  


অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবের এই বিনিয়োগ পাকিস্তানের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে থাকায় বিলম্বিত অর্থপ্রদানের সুবিধাটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা।  


এই চুক্তিগুলো সৌদি-পাকিস্তান অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে পাকিস্তানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।