বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা দেয়া হয়েছে। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত কর্মকর্তারাও এই ক্ষমতা গ্রহণ করবেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেয়া হয়। ১৫ নভেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে সেনা কর্মকর্তাদের ক্ষমতার মেয়াদ ৬০ দিন বাড়ানো হয়েছিল এবং কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়েছিল।
সরকারের এ সিদ্ধান্তের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রয়োজনে সামরিক কর্মকর্তাদের মদদ দিয়ে শক্তিশালী ভূমিকা গ্রহণ করা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।