চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ২৫ বছর পর পুনর্মিলনীতে মিলিত হন। শুক্রবার দিনব্যাপী এ পুনর্মিলনীতে পুরনো বন্ধুত্বের স্মৃতি, খুনসুটি আর আনন্দ আড্ডায় সবাই শৈশবে ফিরে যান।
অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল পিঠা উৎসব, স্থায়ী নোটিশ বোর্ড উদ্বোধন, প্রীতিভোজ এবং আলোচনা সভা। পুনর্মিলনীতে প্রধান শিক্ষক এম মিজানুর রহমানসহ প্রাক্তন শিক্ষক রফিক আহমদ, নূর মোহাম্মদ, বিজয় গোপাল চক্রবর্ত্তী, বিনয় শেখর সাহা, মানস কুমার সাহা এবং অমলেন্দু ধর স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন।
৯৫ ব্যাচের শিক্ষার্থী অসীম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম এবং প্রাক্তন শিক্ষার্থী সুহৃদ বড়ুয়া, হাবিব উল্লাহ টিটু, তারেকুল ইসলাম তৈয়ব, সুমী মুৎসুদ্দী, মো. মেহেদী হাসান টিপু।
পুনর্মিলনীতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এই মিলনমেলা তাদের পুরনো দিনের স্মৃতিগুলোকে নতুন করে মনে করিয়ে দিয়েছে। শিক্ষকদের সান্নিধ্যে নিজেদের স্কুলজীবনের দিনগুলোতে ফিরে যাওয়া তাদের জন্য অমূল্য একটি অনুভূতি।
অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই একে অপরের সাথে স্মৃতিচারণে মেতে ওঠেন এবং ভবিষ্যতেও এমন পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।