ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
অভিযানে কারখানার মালিককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) এবং ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানায় উৎপাদিত পলিথিন, কাঁচামাল এবং যন্ত্রপাতি জব্দ করে সরাইল থানার জিম্মায় রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পলিথিন উৎপাদন এবং বাজারজাতকরণ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কারখানা পরিচালনা সম্পূর্ণ বেআইনি। অভিযানকালে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃত মালামাল থানায় পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় ২০০২ সালে দেশে পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।