গোয়ালন্দে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন
গোয়ালন্দে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চরাঞ্চলে শীতার্ত ১৭০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ও সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান এ শীতবস্ত্র বিতরণ করেন।  


কুশাহাটার এতিম, বয়স্ক, প্রতিবন্ধীসহ দরিদ্র মানুষদের মাঝে নতুন কম্বল পৌঁছে দেয়া হয়। শীতবস্ত্র পেয়ে খুশি এলাকাবাসী। কুলছুম বেগম, হামিদা আক্তার, বারেক শেখসহ অনেকেই জানান, শীতের কষ্ট কিছুটা লাঘব হয়েছে।  


বৃদ্ধা শামেলা বিবি বলেন, স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে অভাবের সংসারে দিন কাটাই। শীতে কাপড় কিনতে না পারায় অনেক কষ্ট হতো। কম্বল পেয়ে ইউএনও স্যারের জন্য দোয়া করি।  


উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় চরাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এ উদ্যোগে এলাকার মানুষ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।