দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।  


শনিবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যানবাহনের চালক ও যাত্রীদের সারারাত শীতের মধ্যেও ভোগান্তি পোহাতে হয়।  


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে আসার পর রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  


তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। যাত্রী এবং পণ্যবাহী যানবাহন পারাপারে ঘাট এলাকায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।  


ফেরি চলাচল বন্ধ থাকায় এই সময়ে ঘাটে আটকে থাকা পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। শীতের তীব্রতা এবং রাতে বিশ্রামের সুযোগ না থাকায় চালক ও যাত্রীদের কষ্ট বাড়ে।  


প্রতিদিন দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে হাজারো যানবাহন এবং যাত্রী পারাপার হয়। ফেরি চলাচলে বিঘ্ন ঘটলে সড়কপথে যাত্রা যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ঘাট এলাকায় বাড়তি প্রস্তুতির ব্যবস্থা করা হবে।  


ফেরি চলাচল শুরু হওয়ার পর যানবাহন ও যাত্রীরা ধীরে ধীরে তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন। যাত্রীরা এই সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন, তবে ভবিষ্যতে যেন কুয়াশার কারণে ভোগান্তি না হয়, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।