ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়োগপ্রাপ্তরা দ্রুত দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম সাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। তারা চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন এবং নিয়ম অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেছেন, "আমার লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এজন্য সবার সহযোগিতা চাই।"
প্রো-ভিসি ড. এম. এয়াকুব আলী বলেন, "একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করব। পাশাপাশি সেশনজট নিরসন ও বৈষম্য দূর করার বিষয়টিকে প্রাধান্য দেব।"
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে এই দুই পদে নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রাপ্ত এই নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।