ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি খারিজ

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৬:০৮ অপরাহ্ন
ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানী মামলা আদালত খারিজ করেছেন। ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. ফারুক আযম বৃহস্পতিবার মামলাটি খারিজ করার সিদ্ধান্ত নেন। 


বাদী, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ, মামলা দায়েরের সময় প্রয়োজনীয় প্রসেস ফি জমা না দেওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন। এই মামলাটি ২০১৪ সালের ১৫ ডিসেম্বর তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। মামলায় ছাত্রলীগের তিন নেতা, শাকিল আহমেদ, আবু সুমন এবং সোহেল রানা, সাক্ষী হিসেবে নাম অন্তর্ভুক্ত হয়েছিল।


বিচারক মামলার পেছনে থাকা ভিডিও বক্তব্য পর্যালোচনা করার পর বলেন, বাদীকে প্রসেস ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা পরিশোধ করেননি। ফলে ফৌজদারী কার্যবিধির ২০৪(৩) ধারার আওতায় মামলাটি খারিজ করা হয়েছে। 


এ বিষয়ে ঝিনাইদহ জেলা জজ আদালতের নব নিযুক্ত পিপি এ্যাড মশিয়ার রহমান বলেন, "মামলাটি খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। বাদীকে আইনগত প্রক্রিয়ার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।"


এ ঘটনার পর রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। দলের পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে মানহানীর অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হচ্ছে।