প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হয়েছে। সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ইমরুল কায়েস। সরাসরি জায়গা করে নিয়েছেন এ ক্যাটাগরিতে। মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এ প্লাস ক্যাটাগরিতে। এ প্লাস, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও রুকি ক্যাটাগরিতে মোট ১৭ জন প্লেয়ারকে চুক্তিবদ্ধ করা হয়।
এ প্লাস ক্যাটাগরিঃ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ
ইনিউজ ৭১/টি.টি. রাকিব