রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে একটি সংবাদ আসে। এরপর আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে থানায় কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
এদিকে মিরপুর কাজীপাড়ায় কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে কাজীপাড়ায় অবস্থান নেয়। পুলিশ তাদের বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের টিয়ারশেল ছোড়ার পর শিক্ষার্থীরা পুলিশের একটি বক্সে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের ফলে পুরো এলাকা থমথমে হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।