নিজেদের ষষ্ঠ শিরোপার জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্যটা খুব একটা বড় নয়, মাত্র ২৪১ রানের। তবে তুলনামূলক ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহদের বোলিং তোপে ৪৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। যেখান থেকে মনে হচ্ছিল ঘরের মাটিতে ভারতের হাতেই উঠতে যাচ্ছে বিশ্বকাপ তবে তারপর থেকেই কাউন্টার অ্যাটাক শুরু করেন অজি ওপেনার ট্রাভিস হেড। তার দুর্দান্ত শতকে ধীরে ধীরে ট্রফির দিকে এগোচ্ছে অজিরা আর উইকেট না পেয়ে দিশেহারা অবস্থা ভারত দলের।
ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেন এরই মধ্যে একশোর বেশি রানের জুটি গড়ে ফেলেছেন। অস্ট্রেলিয়াও দলীয় ১৫০ রান পার করেছে ২৮তম ওভারে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। ট্রাভিস হেড ১০৭ আর মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত আছেন।
দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ বলে ৭ করে মোহাম্মদ শামির বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ হন ডেভিড ওয়ার্নার। ১৫ বলে ১৫ করে মিচেল মার্শ হন জাসপ্রিত বুমরাহর শিকার। উইকেটরক্ষক নেন ক্যাচ।
এরপর মাত্র ৪ রান করে স্টিভেন স্মিথও বুমরাহর বলে এলবিডব্লিউ হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া। যদিও স্মিথ আউট ছিলেন না। বল বাইরে পিচ করেছিল। কিন্তু আম্পায়ার আউট দিলে আর রিভিউ নেননি স্মিথ।
এর আগে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের লড়াকু ফিফটির পরও পুরো ৫০ ওভার খেললেও ২৪০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস।
এবারের বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করতে নামা মানেই ভারতের ঝোড়ো সূচনা। ব্যত্যয় ঘটেনি ফাইনালেও। শুরুতে ওপেনার শুভমান গিলের (৭ বলে ৪) উইকেট হারিয়ে ফেললেও ঝোড়ো গতিতে রান তুলেছে ভারত। তবে পরে পথ হারায় ভারত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।