শরিফুল-তাসকিনের আগুনে বোলিং, ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১১ই জুলাই ২০২৩ ০৩:২৯ অপরাহ্ন
শরিফুল-তাসকিনের আগুনে বোলিং, ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তান

শরিফুল ইসলাম এক ওভারে দুই উইকেট নেয়ার পর আফগান ব্যাটিং লাইনআপের ওপর আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর আবারও উইকেট নিলেন শরিফুল। সব মিলিয়ে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী আফগানিস্তান।


তাসকিনের শট বলটি পুল করতে গিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ব্যাটের উপরের কানায় লেগে বল চলে যাচ্ছিলো মুশফিকের মাথার ওপর দিয়ে। হাত বাড়িয়ে ক্যাচটি লুফে নিলেন তিনি। ১৪ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। ২২ বলে ৬ রান করেন রহমানুল্লাহ।


বাংলাদেশের দুই পেসারের আগ্রাসন এরপরও চলতে থাকে। বিশেষ করে শরিফুলের। ইনিংসের ৯ম ওভারে দারুণ এক গুডলেন্থের বল, এলবিডব্লিউর ফাঁদে ফেলে দেয় মোহাম্মদ নবিকে। ৯ বল খেলে ১ রান করে আউট হন নবি। ৩ উইকেট নিয়ে নিলেন শরিফুল।এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ৯.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭। হাশমত উল্লাহ শহিদি শূন্য রানে এবং নজিবুল্লাহ জাদরান ব্যাট করছেন ২ রানে।


দ্বিতীয় ম্যাচে এই একটি উইকেটের জন্যই কত মাথাকুটে মরতে হয়েছে বাংলাদেশের বোলার-ফিল্ডারদের। এবাদত, মোস্তাফিজ কিংবা হাসান মাহমুদরা ব্রেক থ্রুই এনে দিতে পারেননি। শেষ ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দিচ্ছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এক ওভারেই তিনি তুলে নিয়েছেন আফগান টপ অর্ডারের দুই উইকেট।


ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু উপহার দিলেন তিনি। শরিফুলের লেন্থ বলটি মাঝ উইকেটে পিচ করে হালকা আউটসুইং করে অফস্ট্যাম্প ঘেঁষে বাইরে বেরিয়ে যাচ্ছিলো। ব্যাট পেতে দিয়েছিলেন ইবরাহিত জাদরান। ব্যাটের কানায় লেগে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের হাতে জমা পড়ে বলটি।


দলীয় ৩ রানের মাথায় পড়ে আফগানিস্তানের প্রথম উইকেট। তবে, শরিফুল সেখানেই থেমে থাকেননি। একই ওভারে জোড়া আঘাত হেনেছেন তিনি। ওভারের পঞ্চম বলে ওয়ানডাউনে নামা রহমত শাহকে সাজঘরে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম।এবার তার করা লেন্থ বলটি ছিল লেগ স্ট্যাম্পের ওপর। রহমত শাহ ব্যাটটা নিয়ে গিয়েছিলেন শুধু। কিন্তু ব্যাটের কানায় লেগে আবারও বল চলে যায় উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। ৩য় রানে রেখেই আফগানদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। বিশেষভাবে বললে, শরিফুল ইসলাম।