প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে উড়তে থাকা সিলেটকে শেষ ম্যাচে হারিয়ে দিয়েছিলো কুমিল্লা। আজ নিজেদের সপ্তম ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়ে আবারও জয়ে ফিরলো মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। টস জিতে মাশরাফির সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে সিলেট। ১৭৪ রানের টার্গেটে ব্যাট করেত নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭১ রানেই থামে বরিশালের ইনিংস। ২ রানে ম্যাচ জিতে আবারও জয়ে ফিরলো সিলেট।
নিজেদের প্রথম পাঁচ ম্যাচে টানা জয় তুলে নিয়ে উড়ন্ত সিলেট ছিলো পয়েন্ট টেবিলের সবার উপরেই। তবে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার কাছে হেরে আসরে প্রথম হারের স্বাদ পায় সিলেট। তবে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই ছিলো তারা।
এদিকে, আসরের প্রথম ম্যাচে সিলেটের কাছেই হেরেছিলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে বরিশাল। সিলেটের সমান জয় হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে ছিলো বরিশাল।
আজ বরিশালকে হারিয়ে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।