প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৩, ২:২০
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শীতের সন্ধ্যায় ঝড় তুলেছেন সাকিব আল হাসান। সেই ঝড়ে শীতের সন্ধ্যায়ও উষ্ণ হয়ে গেছে স্টেডিয়াম। ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে সাকিব ঝড়ে উড়ছে দলটিও। ২০ ওভার ব্যাট করে দলের সংগ্রহ ৭ উইকেটে ১৯৪ রান।
এদিন টসে জিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সাকিবের দল ফরচুন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যদিও মিরপুরের মাঠে শীতের রাতে ফিল্ডিংটাই সবাই আগে বেছে নেন।
তবে অধিনায়ক মিরাজের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন বরিশালের ব্যাটসম্যানরা। এরমধ্যে সাকিব ছিলেন সবচেয়ে বেশি বিধ্বংসী। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন জাতীয় দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক।
৫ চার ও ১ ছয়ে ফিফটি পূর্ণ করেন সাকিব। ফিফটি পূর্ণ করেই পরের তিন বল থেকে টানা ২ চার ও ১ ছয়ে আরও ১৪ রান নিজের নামের পাশে যোগ করেন এই ক্রিকেটার। অপরদিকে মাশরাফি ৪ ওভার বল করে ৪৮ রান খরচায় ৩ উইকেট নেন।