পাকিস্তানকে ১৫৩ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৯ই নভেম্বর ২০২২ ০৩:৫৮ অপরাহ্ন
পাকিস্তানকে ১৫৩ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

বিশ্বকাপের শেষ চারে পাকিস্তান শুরুটা করেছিল ভালোই। নিউজিল্যান্ডকে দমিয়ে রেখেছিল ইনিংসের একটা বড় সময় পর্যন্ত। তবে শেষে এসে ঠিকই আড়মোড়া ভাঙল কিউইরা। শেষের ঝড়ে পাকিস্তানকে লক্ষ্য দিল ১৫৩ রানের।


সিডনিতে আজকের এই সেমিফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া নিউজিল্যান্ড প্রথম ওভারেই পড়ে গিয়েছিল পাকিস্তানের তোপের মুখে। বাঁহাতি পেসারদের বিপক্ষে ফিন অ্যালেনের দুর্বলতার বিষয়টা হয়তো বাবর আজমের জানাই ছিল। সে কারণেই হয়তো, প্রথম ওভারে দেখা মিলল শাহিন আফ্রিদির।


প্রথম বলে চার মারলেও দ্বিতীয় বলেই অ্যালেনের দুর্বলতা প্রকাশ পেল। এলবিডব্লিউর আবেদন উঠেছিল, আম্পায়ার মারাই ইরাসমাস আঙুলও তুলে দিয়েছিলেন। তবে রিভিউতে দেখা যায়, বলটা প্যাডে লেগেছিল ব্যাটের কোণা ছুঁয়ে। সে যাত্রায় বেঁচে গেলেও পরের বলেই এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি।


শুরুর ধাক্কাটা উইলিয়ামসন আর ডেভন কনওয়ে মিলে সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন। সে চেষ্টার ইতি ঘটল পাওয়ারপ্লের শেষ বলে। হারিস রউফের বলটা মিড অফে ঠেলে একটা রান নিতে চেয়েছিলেন, তবে শাদাব খানের দারুণ এক থ্রোতে সে চেষ্টা ব্যর্থ হয় তার, মাসুল গুণতে হয় উইকেটটা খুইয়ে। 


বিস্তারিত আসছে...