প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১৭:১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো এবং কুইন্টন ডি কক। টাইগার বোলাররাও যেন সঠিক জায়গায় বল করতে ভুলে গেছে। তার ওপর ম্যাচের চাপেই কি না, এ পর্যন্ত চারটি নো বল করে ফেলেছে বাংলাদেশের বোলাররা।
আর তাতেই ম্যাচের ১৭ ওভারের মধ্যে শতক তুলে নিলেন রুশো। অবশ্য তার জন্য টাইগার ক্রিকেটার হাসান মাহমুদকে ধন্যবাদ জানাতেই পারেন এই প্রোটিয়ান। ব্যক্তিগত ৮৮ রানের মাথায় তাসকিনের বলে ডিপ থার্ড ম্যানে রুশোর সহজ ক্যাচ ছেড়েছেন হাসান।
জীবন পেয়ে টাইগার ক্রিকেটারদের উপর স্টিম রোলার চালিয়ে ৫২ বলে ৭টি করে চার ছয়ে শতক তুলে নিলেন রুশো। শতরান করেও দলকে এগিয়ে নিচ্ছেন এই প্রোটিয়ান।
এদিকে রুশোর সঙ্গে ১৬৮ রানের বিশাল জুটি গড়া শেষে আউট হয়ে ফিরেছেন ডি কক। পার্টটাইমার আফিফ ১৫ ওভারের সময় বোলিংয়ে এসে তুলে নেন ডি ককের উইকেট। তার আগে এই প্রোটিয়ান ওপেনার ৩৯ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৬৩ রান করেন।
চারে নেমে ত্রিস্টান স্টাবসও সফল হতে পারেননি। ব্যক্তিগত ৭ রান করে টাইগার অধিনায়ক সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৬ ওভার ৩ বলে ৩ উইকেটে ১৮২ রান করেছে।