টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের, তাকিয়ে ভারত

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৭ই সেপ্টেম্বর ২০২২ ০৭:৫২ অপরাহ্ন
টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের, তাকিয়ে ভারত

আফগানিস্তানের জন্য বাঁচা-মরার ম্যাচ তো বটেই, সঙ্গে ভারতের জন্যও। আজ আফগানরা জিতে গেলে ফাইনালের দৌড়ে টিকে থাকবে ভারতও। তবে পাকিস্তান জিতে গেলে বাবরদের সঙ্গে ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কাও।


এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অপরিবর্তিত দল নিয়ে টস জিতে বোলিং নেওয়ার কারণ ব্যাখ্যা করে বাবর বলেছেন, আমরা প্রথমে বোলিং করতে যাচ্ছি। পিচ দেখতে ভালোই লাগল, আমরা তাদের কম রানে আটকানোর চেষ্টা করব। শান্ত থাকতে চেষ্টা করছি সবাই।


শারজাহর পরিচিত উইকেটে আগে বোলিং নিতে চাইছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবিও। তবে টস হেরে আশাহত নন ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা নবি। দলে এসেছে একটি পরিবর্তন।


সুপার ফোর পর্বে নিজেদের প্রথম খেলায় ভারতকে হারিয়েছিল পাকিস্তান, অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হেরে যায় আফগানিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই আফগানদের।


আফগানিস্তান : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী।


পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।