প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১:২৩
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে "সঞ্জয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট" এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে সোনালী অতীত লিজেন্ডস এর উদ্যোগে এবং কর্মকার ট্রেডার্সের সৌজন্যে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, দুদক কর্মকর্তা রণজিৎ কুমার কর্মকার সহ বিভিন্ন সাংবাদিক, স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ও ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সঞ্জয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সোনালী অতীত লিজেন্ডস, ডায়নামিক হাই স্কুল একাদশ ও সুপার স্টার প্রাথমিক শিক্ষক একাদশ এই তিনটি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় প্রথম দিনে সোনালী অতীত লিজেন্ডস বনাম সুপার স্টার প্রাথমিক শিক্ষক দল অংশগ্রহণ করেন।