প্রকাশ: ১০ জুলাই ২০২২, ২২:৫৯
ঈদের দিনে ভক্তদের দারুণ খবর দিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ভক্তদের তার সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছেন। পবিত্র ইদুল আজহায় সবাইকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্তদের জন্য উপহার হিসেবে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতে চান টাইগারদের টেস্ট অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা নিজেই জানিয়েছেন সাকিব।
ফেসবুকে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এক পোস্টে সাকিব জানিয়েছেন তিনি তার ভক্তদের সঙ্গে দেখা করে সময় কাটাতে চান। এর পাশাপাশি দিতে চান তার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী। তবে সবাই পাচ্ছেন না এই সুযোগ। তার সেই পোস্টের কমেন্ট সেকশনে ভিডিও বার্তা পাঠিয়ে জানাতে হবে কোন বিষয়গুলি ভক্তদের তার সেরা ভক্তে পরিণত করেছে। ভাগ্যবান বিজয়ীই পাবেন শুধু এই সুযোগ।
সাকিবের সেই বার্তাটি হুবহু তুলে দেওয়া হল -
'আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদ উল আযহা সুন্দর ও নিরাপদ কাটছে!
আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলি আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করবো, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিবো।
শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!
শেষ সময়ঃ ১৭ই জুলাই, বিকাল ৫ টা।
ধন্যবাদ! সবাইকে ভালোবাসা - সাকিব'
সাকিবের সেই পোস্টে কমেন্ট করা যাবে ১৭ই জুলাই, বিকাল ৫ টা পর্যন্ত।
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে সিরিজে খেলছেন না বাংলাদেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটার।