প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ২:২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম খেলায় রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেখানে বাজিমাৎ করতে লঙ্কানদের হারানোটা জরুরি। আর প্রতিপক্ষের সামনে দাঁড়ানো বাংলাদেশের বিশ্বকাপের প্রথম রাউন্ডটা কেমন গেলো। সেই রাউন্ডের ফল দ্বিতীয় রাউন্ডে কী প্রভাব ফেলবে।
কিছু দিন আগের ছবি হলেও এখনো জ্বলজ্বলে। মলিন আলোয় সুখ মেলেনি, মরুর বুকে প্রথম ম্যাচেই টাইগারদের অসহায় আত্মসমর্পণ। আতঙ্ক আর ভয়ে চারিদিক ঢেকে গিয়েছিল হতাশায়। বল হাতে তাসকিন, মোস্তাফিজ আর সাইফউদ্দিনের খরুচে দিন, বাংলার আকাশে টেনে এনেছিল দুর্দিন, বিষাদের বেসাতি বেড়ছিল সাকিব মুশফিক আর রিয়াদের ব্যর্থতায়। অনেকেই ভেবেছিলো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার স্বপ্নও বুঝি এই ভেস্তে যায়।
তবে. ওমানের বিপক্ষের ম্যাচেই বদলে গেলো দৃশ্যপট; ওপেনার নাইমের ব্যাটে রান আসলো; কিং ফিরলেন কিংয়ের দাপটে, ঘুরে দাঁড়ালো টাইগার বাহিনী। যদিও ব্যাটিং লাইন আপটার ছন্নছাড়া ভাবটা মোটেও কাটেনি। তবে, সব কিছু মিটিয়ে দেবার দিন এলো শেষ ম্যাচে, অনন্য অনবদ্য এক জয়ের গল্প লিখলো টাইগাররা। প্রতিপক্ষকে ধসিয়ে দেবার দিনে মরুর বুকে হাজির হলো এক অন্যরকম বাংলাদেশ।
আর সেই জয়ে শুরু থেকেই ছড়ি ঘোরালেন সাকিব আল হাসান, ম্যাচ সেরার তকমাটা নিজের করে নিলেন। বুঝিয়ে দিলেন মূল আসরে তিনিই মাত করবেন। সাথে উন্নতির শিখরে নিয়ে যাবেন লাল সবুজকেও। অর্জনের গর্জনে সাকিব হয়ে উঠলে আরো অনন্য, এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির উইকেট শিকারে সবাইকে গেলেন ছাড়িয়ে। তারপর বাকি ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা দখলে নেওয়ার, সেই চূড়াতেও উঠলেন সাকিব।
সাকিবদের এমন জয়যাত্রা অব্যাহত থাকলে সুপার টুয়েলভের শুরুটাই হতে পারে দারুণ, শ্রীলঙ্কা হারানো টাইগারদের কাছে তেমন কিছু নয়, আর প্রথমটায় জয় পেলে কেটে যাবে সব ভয়।