প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ২৩:৪৩
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি আইসিসি স্বীকৃতি পাওয়ার দীর্ঘ ১৫ বছর পর প্রথমবার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে অজিরা।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের সিরিজটি। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।
অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের ছিটকে পড়ায় এই সিরিজে নেতৃত্ব দিচ্ছেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।