প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৭:৫৩
বাংলাদেশ ক্রিকেট দল এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে-টি টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে গেল । আট বছর পর দেশটিতে পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে টাইগাররা। এ উদ্দেশে আজ মঙ্গলবার ভোরে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।
করোনার সঙ্গে মানিয়ে নিয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটে চলছে বেশ ব্যস্ত সূচি। ঠাসবুনটের এ সূচিতে এখন দম ফেলার ফুরসত নেই ক্রিকেটারদের। এমন এক বাস্তবতায় দাঁড়িয়েই এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে মিশন জিম্বাবুয়ে। ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে দিন দুয়েক হয়। এরই মধ্যে তামিম ইকবালদের কর্তব্যের ডাক পড়েছে জিম্বাবুয়েতে। সময়ের হিসাবে ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
টাইগাররা দেশটিতে যাচ্ছে মোট তিনটি ধাপে। টেস্ট দল গেল প্রথম দফায়। অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে এই দল ঢাকা ছেড়েছে মঙ্গলবার ভোর রাত ৪টায়। ১৮ সদস্যের টেস্ট দলের সঙ্গে অবশ্য ছিলেন না সাকিব আল হাসান। তিনি দলের সঙ্গে যোগ দেবেন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতো ছুটিতে থাকা আরও অনেক কোচিং স্টাফ। তারাও দলের সঙ্গে যোগ দেবেন তাদের দেশ থেকেই। সদ্য স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া রঙ্গনা হেরাথ দলের সঙ্গে যুক্ত হবেন কাতারের দোহায় ট্রানজিটে।