প্রকাশ: ১ মে ২০২১, ১২:৫৩
তাসকিন আহমেদের বলে প্রথম ও দ্বিতীয় দিনে দুটি ক্যাচ মিস করেন নাজমুল হাসান শান্ত। ব্যাটিং সহায়ক উইকেটে দুটি ক্যাচ মিসে লঙ্কানরা বড় সংগ্রহ পায়। শনিবার তৃতীয় দিনে সাত উইকেটে ৪৯৩ রানের ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। জবাবে তামিম ইকবাল ও সাইফ হাসান ৯৮ রানের ওপেনিং জুটি গড়েন। সাইফ ফিরে গেলে মাঠে নামেন শান্ত। তবে রানের খাতা না খুলতেই মাঠ ছাড়েন তিনি।
ক্যান্ডির পাল্লেকেলেতে লাঞ্চ বিরতিতে যাবার আগে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৯ রান। এখন ৩৯৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।দ্রুত রান তুলতে গিয়ে ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক তুলে নিয়েছেন তামিম। ৯৬ বলে ৭০ রানে অপরাজিত আছেন টাইগার ওপেনার। ১১টি চার এসেছে তার ব্যাট থেকে।
অন্যদিকে ৬২ বলে চারটি চার ও একটি ছক্কায় ২৫ রান করে বিদায় নেন সাইফ। ২৬তম ওভারের চতুর্থ বলে প্রবীণ জয়াবিক্রমার বলে স্লিপে থাকা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন ডান-হাতি এই ওপেনার।২৭তম ওভারের শেষ বলে ফ্রাস্ট স্লিপে থাকা লাহিরু থিরিমানে তালুবন্দি হন তিন নম্বরে নামা নাজমুল হাসান শান্ত।রমেশ মেন্ডিসের বলে ফেরার আচে চারটি বল খেলেছেন তিনি।
বিস্তারিত আসছে...