রবীন্দ্র জাদেজা ঝড় তুললেন। ১৫৪ থেকে এক ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর এক লাফে পৌঁছে গেল ১৯১ রানে। জাদেজা স্পর্শ করলেন আইপিএলের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই ইনিংসে শেষ ওভারে পাঁচটি ছক্কা এবং একটি চার হাঁকান জাদেজা। হার্শাল প্যাটেলের ওভারটিতে তোলেন মোট ৩৭ রান।
১৯ ওভারের পর মনে হয়েছিল খুব বেশি হলে ১৭০ রানে শেষ হতে পারে চেন্নাই সুপার কিংসের ইনিংস। কিন্তু শেষ ওভারে জাদেজার ৩৭ রান ম্যাচের পুরো চিত্রটাই পাল্টে দেয়। ব্যাট হাতে শেষ ওভারে প্যাটেলকে যেন একেবারে পাড়ার বোলারের স্তরে নামিয়ে আনেন জাদেজা।
প্রথম ৩ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন প্যাটেল। কিন্তু শেষ ওভারে জাদেজা যে তাকে এমন দুঃস্বপ্ন উপহার দেবে, তা কে ভেবেছিল! বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি যেন নীরব দর্শক তখন।
ওই ওভারের প্রথম চার বলে পরপর ৪টি ছক্কা মারেন জাদেজা, যার মধ্যে তৃতীয় বলটি ছিল ‘নো’। সুতরাং, প্রথম ৩ বলে ২৫ রান ওঠে চেন্নাইয়ের। চতুর্থ বলে ২ রান নেন জাদেজা। পঞ্চম বল ফের গ্যালারিতে পাঠান তিনি। শেষ করেন ৪ দিয়ে। সব মিলে ৩৭ রান ওঠে হার্শাল প্যাটেলের ওই ওভারে।
ওভারে ৩৭ রান নিয়ে জাদেজা স্পর্শ করলেন ক্রিস গেইলের রেকর্ড। টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি ৩৮ রান নেওয়ার রেকর্ড স্কট স্টাইরিসের।
চেন্নাই ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে। যা তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২২ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস। বল হাতেও দুর্দান্ত ছিলেন জাদেজা। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় নেন ৩ উইকেট।
#ইনিউজ৭১/জিয়া/২০২১