প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯
দিনাজপুরের হাকিমপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলনের উদ্বোধন করা হয়। হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন।
কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আফতাব উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক এবং সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকতও সম্মেলনে উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান এবং বোয়ালদাড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান খানসহ আরও অনেকে সম্মেলনে অংশ নেন।
কর্মী সম্মেলনের বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার জামায়াতে ইসলামী বাংলাদেশকে বাতিল করতে চেয়েছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র ভেস্তে গেছে। আজ জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলার মাটিতে মাথা উঁচু করে আছে।
বক্তারা আরও বলেন, আসমান-জমিন যার, রাষ্ট্রীয় আইনও তার অনুযায়ী চলবে। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
উপস্থিত নেতারা কর্মী ও দলের অন্যান্য সদস্যদের দেশ ও ধর্মের কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রজন্মকে দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মী সম্মেলনের মাধ্যমে দলের অভ্যন্তরীণ সংহতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সুসংহত করার প্রচেষ্টা চালানো হয়। এছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দলের নীতি ও লক্ষ্য সম্পর্কে ধারণা দেন।
সম্মেলনে উপস্থিত সকলেই প্রতিশ্রুতি ব্যক্ত করেন, মানবতার সেবা, ন্যায় ও দেশপ্রেমের কাজে নিজেদের সম্পূর্ণভাবে নিবেদিত রাখবেন। সম্মেলনের শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা একত্রে দোয়া মাহফিল করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।