প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ৯:৪৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নিউজিল্যান্ডের দেওয়ার ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারেই টপঅর্ডারের ৪ উইকেট হারিয়েছে দলটি। এরপর আরও দুটি।
ওপেনার মোহাম্মদ নাঈম ১৮ বলে ২৭ করলেও লিটন দাশ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান কিউই বোলার বিশেষ করে স্পিনার ইশ সোধির সামনে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডে ডেভন কনওয়ের অপরাজিত ঝড়ো ৯২ ও উইল ইয়ংয়ের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জিততে হলে বাংলাদেশকে ২১১ রান করতে হবে।
বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। রোববার (২৮ মার্চ) হ্যামিল্টনে ম্যাচটি শুরু হয় সকাল ৭টায়।