https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫

শেয়ার করুনঃ
নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের নাসির হোসেন ও তাঁর নবপরিণীতা তামিমা তাম্মির বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আজ বুধবার এই আদেশ দেন। আদালতে আজ তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলা করার তথ্যটি বাদী রাকিব হাসান নিশ্চিত করেছেন।

রাকিব হাসান বলেন, বিচারক মামলার জবানবন্দি শুনে বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ৩০ মার্চ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। জানা গেছে, দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭/৪৯৮/৫০০/৩৪ ধারায় মামলা করা হয়েছে। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ছাড়া বাদী এজাহারে ব্যাভিচার, কোনো বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ করা বা আটক করা, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করা এবং মানহানির অপরাধের কথা উল্লেখ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নাসির। ১৭ ফেব্রুয়ারি ছিল এ যুগলের গায়েহলুদ। এর একদিন পর জাঁকজমকপূর্ণভাবে হয় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। ওই সংবর্ধনা অনুষ্ঠানের দিনেই বেরিয়ে আসে তামিমার প্রথম স্বামীর খবর। ওই দিন  উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তামিমার প্রথম স্বামী রাকিব। এবার নিলেন আইনি ব্যবস্থা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর আগে জিডি করার বিষয়ে মুঠোফোনে রাকিব হাসানকে কল করা হলে এনটিভি অনলাইনকে তিনি জানান, ডিভোর্স বা কোনো কিছু না জানিয়ে নাসিরকে বিয়ে করেছেন তাঁর স্ত্রী তামিমা। তিনি বলেন, ‘হঠাৎ করে শুনলাম নাসির আমার ওয়াইফের হাজব্যান্ড হয়ে গেছে। আমার বউয়ের সঙ্গে ডিভোর্স ছাড়া সে তামিমাকে বিয়ে করেছে। সে (তামিমা) আমাকে এখনো কোনো কাগজ পাঠায়নি।

হঠাৎ করে আমি শুনতেছি যে সে বিয়ে করে ফেলেছে। আমার এক বন্ধু বলতেছে, দেখেন তো রাকিব ভাই, তামিমা আপু তো নাসিরকে বিয়ে করে ফেলেছে। আমি নিজেও অবাক হয়েছি। পরে আমি তামিমাকে ফোন দিয়েছি, এসএমএস করেছি, সে কিছুর জবাব দেয়নি। পরে আমি উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছি।’

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

লাহোরে নারী বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব

লাহোরে নারী বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব

আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতোমধ্যে দেশ ছেড়েছে। তবে শুধু খেলোয়াড় নয়, এই টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন দুই বাংলাদেশি আম্পায়ার— মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।   বৃহস্পতিবার (৩ এপ্রিল) আইসিসি ১০ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে। এতে

নিজ দেশের বিপক্ষে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

নিজ দেশের বিপক্ষে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

পাকিস্তানে জন্ম নেওয়া মোহাম্মদ আব্বাস নিউজিল্যান্ডের জার্সিতে ওয়ানডে অভিষেক করেই বিশ্বরেকর্ড গড়েছেন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নেমে মাত্র ২৪ বলে ফিফটি করে ওয়ানডের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ২৬ বলে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের দখলে।   আব্বাসের এই ইনিংসটি সাজানো ছিল ৩টি ছক্কা ও ৩টি চারে। ২৬ বলে

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালত সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন আজ সোমবার, ২৪ মার্চ। সাকিব আল হাসান এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান 'এগ্রো ফার্ম লিমিটেড'কে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়। বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশীপ অফিসার মো. শাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসান ও তার

রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ভারত

রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের ১ লক্ষ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে দিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। এরপর সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের বিধ্বস্ত করে ফাইনালের লড়াই থেকে ছিটকে দিয়েছিল অজিরা। যা নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ ছিল ভারতীয় দর্শকরা। এর মাঝেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে বসে ভারত। চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অজিদের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার দল। যেখানে অস্ট্রেলিয়াকে বাড়ির পথ

ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ব্যাট করতে ভারতকে ২৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক স্মিথ।মঙ্গলবার (৪ মার্চ) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৯ শূন্য রান করে শুরুতেই সাজঘরে ফেরেন শর্টের বদলে একাদশে সুযোগ পাওয়া কোপার।  এক প্রান্ত আগলে রেখে লড়াই