প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০
আজ সকলেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটসম্যানদের কাজ সহজ করে দিয়েছিলেন তাইজুল-রাহিরা। কিন্তু নিজেদের দায়িত্বটা মোটেও পালন করতে পারেননি ব্যাটসম্যানরা। উইকেটে আশা-যাওয়ায় ব্যস্ত ছিলেন তাঁরা। স্রোতের বিপরীতে ছিলেন কেবল মেহেদী হাসান মিরাজ। দশম উইকেটে শেষ পর্যন্ত লড়াই করেছেন তিনি। জয়ের আশাও জাগিয়েছিলেন। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।
ঢাকা টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ২-০ তে হেরে হোয়াইটওয়াশ হলো মুমিনুল হকের দল। দুই ইনিংসে নয় উইকেট নিয়ে ক্যারিবীয়দের জয়ে বড় ভূমিকা রেখেছেন রাকিম কর্নওয়াল।
আজ রোববার চতুর্থ ইনিংসে ২৩১ রানের লক্ষ্য। তাড়া করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। শুরু থেকেই মারমুখি খেলেন তামিম ইকবাল। প্রথম ১০ ওভারে ৪৫ রান তোলেন দুই ওপেনার তামিম ও সৌম্য সরকার। কিন্তু থিতু হতে পারেননি ওপেনাররা। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১২তম ওভারের প্রথম বলে সৌম্যকে ফিরিয়ে দেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ৩৪ বলে ১৩ রান করে ফেরেন বাঁ-হাতি ওপেনার সৌম্য।
সৌম্য ফেরার পরও নিজের ব্যাটিং স্টাইল ঠিক রেখেছিলেন তামিম। ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন তিনি। ৪৪ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি। কিন্তু হাফসেঞ্চুরির পর হতাশ করেন তামিম। সেট হয়েও ঠিক ৫০ রানের মাথায় সাজঘরে ফিরেন বাঁ-হাতি ওপেনার।
তামিম ফেরার পর বাকিরা শুধু উইকেটে আশা-যাওয়ার মিছিলেই ছিলেন। মূলত তামিম ফেরার পরই ম্যাচের চিত্র বদলাতে থাকে। শেষ সেশনে দেড় ঘণ্টার মধ্যে আউট হন বাংলাদেশের সাত ব্যাটসম্যান।