প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৮
ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় দিন শুরু বাংলাদেশের মিরপুরে টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় তৃতীয় দিন ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। গতকাল (শুক্রবার) দিন শেষে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন দিনের শুরুতে ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান।
গত বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষ হয় তাদের প্রথম ইনিংস। ৪০৯ রান করে অলআউট হয় ক্যারিবীয়রা। সফরকারীদের পক্ষে এনক্রুমাহ বোনার ৯০, জশুয়া ডি সিলভা ৯২ ও আলজারি যোসেফ ৮২ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি ৪টি, তাইজুল ইসলাম ৪টি, সৌম্য সরকার ১টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।
দ্বিতীয় দিনই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে। ৪ উইকেটে ১০৫ রান করে দিনের খেলা শেষ করে টাইগাররা। ওপেনার তামিম ইকবাল ৫২ বলে ৪৪ রান করে আউট হন।