প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ০:৩০
নাজমুল হাসান শান্তর ১০৯ রানের ইনিংস ম্লান হয়ে গেল পারভেজ হোসেন-তামিম ইকবালদের কাছে। বাঁচা মরার সমীকরণের চ্যালেঞ্জে জিতে গেল তামিমরা। মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইলো ফরচুন বরিশাল।রাজশাহীর দেয়া ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অনায়াস জয় তুলে নেয় বরিশাল। তামিম ইকবাল আর সাইফ হাসানের ১৫ বলে ৪৪ উদ্বোধনি জুটিটাই বদলে দেয় ম্যাচের মোড়। সাইফ ১৫ বলে ২৭ রান করে সাজঘরে ফেরার পর পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে লম্বা জুটি গড়েন তামিম।
৫৪ বলে ১১৭ রানের জুটিতে তামিম তুলে নেন অর্ধশতক, সঙ্গে ইমনও। তামিম ৩৭ বলে ৫টি চার আর ১ ছয়ে করেন ৫৩ রান। ১৩ ওভার ২ বলের মাথায় দলীয় ১৬১ রানে তামিমের রান আউট হয়ে ফেরার পরও পথ হারাতে হয়নি বরিশালকে।ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয়া পারভেজ হোসেন ইমন আফিফকে নিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ১ ওভার ৫ বল আগেই জয় নিশ্চিত করেন ইমন। দলের জয়ের জন্য যখন ৪ রানের প্রয়োজন, ইমনের তখন শতক পূর্ণ করার জন্যও প্রয়োজন সমান রান।
আনিসুল হক ইমনের করা ওভারের প্রথম বলেই কাঙ্ক্ষিত চার পেয়ে দলকে জেতানোর সঙ্গে শত রানও পূর্ণ করে ফেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ৪২ বলে ৯টি চার আর ৭টি ছয়ে বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম শতরানের মালিকও হয়ে গেছেন মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে আসা পারভেজ হোসেন ইমন।