নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসরের প্রথম শতক দেখল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সঙ্গে আনিসুল ইসলামের অর্ধশত রানের ইনিংস। সবমিলে চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।রাজশাহীর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নেমেছে ফরচুন বরিশাল। এই ম্যাচে হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে। এমন সমীকরণে দুপুরে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে বরিশাল যেন নিজেদের পায়ে কুড়াল মারার দশা। রাজশাহীর দুই ওপেনারের একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে ৫৮ বলে পূর্ণ করেন দলীয় একশ রান।
দলীয় ১৩১ রানের মাথায় দুইজনের জুটি ভাঙ্গার আগে আনিসুল ইমন খেলেন ৩৯ বলে ৬৯ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৭টি চার আর ৩টি ছয়।ওপেনিং সঙ্গীর বিদায়েও বিচলিত হননি শান্ত, ৫২ বলে তুলে নেন আসরের প্রথম শতক। ৫৫ বলে ৪টি চার আর ১১টি ছয়ে মিলে ১০৯ রানের ইনিংস খেলে দলকে এনে দেন আসরের সর্বোচ্চ সংগ্রহ।শান্ত ছাড়াও রনি তালুকদারের ১২ বলে ১৮, নুরুল হাসানের ৯ বলে ১২ রান মিলে কুড়ি ওভার শেষে ৭ উইকেটে ২২০ রান তুলে রাজশাহী। তবে শান্তর শতকের দিনে আলো ছড়ান প্রতিপক্ষের পেসার কামরুল ইসলাম রাব্বী।শেষ ওভারের প্রথম তিন বলে ফেরান তিন ব্যাটসম্যনকে, পঞ্চম বলে নেন আরও এক উইকেট। রাজশাহীর হয়ে ৪ উইকেট নেন রাব্বী, ২ উইকেট নেন সুমন খান।