নেছারাবাদে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: শুক্রবার ১৫ই মে ২০২০ ১০:৪৬ পূর্বাহ্ন
নেছারাবাদে প্রথম করোনা রোগী শনাক্ত

নেছারাবাদ উপজেলায় কাঞ্চন(৩২) নামে এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়েছে। তিনি খু্লনা বরিশাল রুটের একজন ট্রাক চালাক। তার বাড়ী উপজেলার সোহাগদল ইউনিয়নের ২নং ওয়ার্ডে। বৃহস্পতিবার রাতে নেছারাবাদ উপজেলা হাসপাতালের প: প: কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত ওই রোগী গ্রামের দুলাল মিয়ার ছেলে।

ডা: ফিরোজ কিবরিয়া জানান, তিনি একজন ট্রাক ড্রাইভার। বরিশাল থেকে তিনি(কাঞ্চন) দু'দিন পূর্বে  করোনা টেষ্ট করান। বৃহস্পতিবার বরিশাল শেবাচিম থেকে জানানো হয় দুলালের শরীরে করোনা রয়েছে।

ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব আলী শরীফ জানান, কাঞ্চন বরিশাল টু খুলনা বসে ট্রাক চালায়। কয়েকদিন ধরে সে শরীর অসুস্থতাবোধ করলে বরিশাল শেবাচিম মেডিকেলে গিয়ে স্যাম্পল দিয়ে বাড়ীতে আসেন। পরে সেখান থেকে জানানো হয় দুলালের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।এদিকে উপজেলায় এই প্রথম করোনা রোগী ধরা পড়ায় বিশেষকরে স্থানীয়দের মধ্য আতঙ্ক বিরাজ করছে বলে জানাগেছে।