প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ২৩:৪
চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। চীন সরকারের হিসেবে ভাইরাসটির সংক্রণে এ পর্যন্ত মৃত্যু হয়েছ ২১৩ জনের। তবে চীনের বাইরে প্রায় ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমারেও ভাইরাসটি শনাক্ত হয়েছে।
করোনা ভাইরাস সংক্রণের চিকিৎসা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষণা চলছে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা সাফল্য পেলেও এর ওষুধ বাজারে ছাড়তে বছরখানেক সময় লাগবে। এমন পরিস্থিতিতে এক ভারতীয় চিকিৎসক দাবি করেছেন, তিনি করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করেছেন, যা খেলে মাত্র ২৪ ঘণ্টায় রোগমুক্তি সম্ভব!
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ডা. থানিকাসালাম বেনি নামে তামিলনাড়ুর ওই চিকিৎসক মূলত আয়ুর্বেদ ও সিদ্ধ ওষুধ ব্যবহার করে থাকেন। তিনি দাবি করেছেন, বিভিন্ন ধরনের গাছ-গাছড়ার নির্যাস থেকে যে ওষুধ তৈরি করেছেন, তা ডেঙ্গুসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের রোগ সারাতে সক্ষম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব