প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ২২:১৫
প্রতিদ্বন্দ্বী এক ব্যক্তিকে খুন করাতে ২০ লাখ ইউয়ানে খুনি ভাড়া করেছিলেন চীনের এক ব্যবসায়ী। ভাড়াটে খুনি ওই ‘কন্ট্রাক্ট’ অর্ধেকে দিয়ে দেন অন্য এক খুনিকে; তিনি দেন আরেকজনকে; তৃতীয়জন দেন চতুর্থজনকে, চতুর্থজন পঞ্চমজনকে; তখনই ঘটল বিপত্তি। পঞ্চমজনের চালাকিতে বিষয়টি গেল পুলিশের কানে। আর তাতে ব্যবসায়ীসহ সেই ৫ ভাড়াটে খুনিকে যেতে হল জেলে। চীনের আদালত এই হত্যাচেষ্টা মামলায় ছয়জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক মেট্রো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব