প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৪
এবার ছাত্রলীগের বিভিন্ন শাখা কমিটির নেতৃত্বে আসার জন্য ৬০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়ার নির্দেশনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন শাখা কমিটিতে পদ প্রত্যাশীদের এই পরীক্ষা নেওয়ার জন্য বলেছেন তিনি। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রীর এ নির্দেশনার কথা পদ প্রত্যাশীদের জানিয়ে দিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতারা। নেতা নির্বাচনের জন্য ব্যতিক্রমী এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হতে যাচ্ছে বলে করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব