প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৫:২৯
মেক্সিকোর হালিসকো রাজ্যের একটি কুয়া থেকে বহু মানুষের দেহাংশ উদ্ধার করার পর সেগুলোর মধ্য থেকে ৪৪টি মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন দেশটির ফরেনসিক বিজ্ঞানীরা। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা তীব্র দুর্গন্ধের বিষয়ে অভিযোগ করতে শুরু করার পর সেপ্টেম্বর মাসের প্রথমদিকে মানবদেহের খণ্ডাংশগুলো উদ্ধার হয়। গুয়াদালাহারা শহরের কাছে একটি কুয়ার ভিতরে ১১৯টি কালো ব্যাগে এগুলো লুকানো ছিল।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব