প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ঢাবির ভিসি এবং ঢাবি থেকে দূর্নীতির ভুত তাড়াতে ক্যাম্পাসে ভুত তাড়ানো মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৫ সেপ্টেম্বর রবিবার তারা এই কর্মসূচি পালন করেন।
এর আগে ১১ সেপ্টেম্বর বুধবার অনিয়ম করে ডাকসু নির্বাচনের পূর্ব মুহূর্তে ৩৪ শিক্ষার্থীকে সান্ধ্যকালীন কোর্সে ভর্তির সুযোগ এবং রোকেয়া হলের কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজনের পদত্যাগ দাবি করেছে কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা। ‘চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি পাইয়ে দিতে হলের প্রভোস্ট নিজে ঘুষ নিচ্ছেন’, এমন অভিযোগ করে বাম সংগঠনের নেতাকর্মীরা চারটি দাবি পেশ করেন।
ঘোষিত চার দাবির মধ্যে আছে- দুর্নীতিতে জড়িত থাকা রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শিবলী রুবাইয়াতুল ইসলামকে পদত্যাগ করতে হবে; জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া আট ডাকসু নেতাকে পদত্যাগ করতে হবে; রোকেয়া হলে নিয়োগ বাণিজ্যে জড়িত হল সংসদের ভিপি ইসরাত জাহান তন্বী ও জিএস সায়মা আক্তার প্রমিকে পদত্যাগ করতে হবে; যেসব শিক্ষার্থী নিয়োগ বাণিজ্যে জড়িত এবং জালিয়াতির মাধ্যমে জড়িত ছিল তাদের প্রত্যেকের ছাত্রত্ব বাতিল করতে হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব