প্রকাশ: ১৬ জুন ২০২০, ৪:২৭
শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮২ জনে। এছাড়া জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।নতুন আক্রান্তদের মধ্যে সদর পৌরসভায় ২ জন, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ১ জন, জাজিরা পৌরসভায় ১ জন, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে ১ জন, ডামুড্যা পৌরসভায় ১ জন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে ২ জন ও গোসাইরহাটে ইউনিয়নে ১ জন রয়েছে।
অন্যদিকে শরীয়তপুর সদর হাসপাতালে সন্দেহভাজন ৪ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং স্ব-স্ব বাড়িতে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে চিকিৎসা দেয়া হচ্ছে।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও জেলার করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. আব্দুর রশিদ এ তথ্য জানান।