প্রকাশ: ১৬ জুন ২০২০, ২২:৫৫
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার এপিএস জুবের খান বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে সেখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তবে স্যার শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। ওনার শ্বাসকষ্ট কমেছে।গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া জানান, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারিরিক ভাবে সুস্থ রয়েছেন। আজ তার শারিরিক অবস্থার উন্নতি হয়েছে।