প্রকাশ: ৪ জুন ২০২০, ২:৫৪
প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে মেক্সিকোতে। সেই সঙ্গে দেশটিতে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটিতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১০৯২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে রেকর্ড ৩ হাজার ৯১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১০৯২ জনের। মেক্সিকোতে এর আগে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ ৫০১ জনের মৃত্যু হয়েছিল।