নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ নতুন করে ১৪জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা জুন ২০২০ ০১:৪৩ অপরাহ্ন
নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ নতুন করে ১৪জন করোনায় আক্রান্ত

নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ নতুন করে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালও ১৪৬ জনে। 

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে নমুনা রিপোর্ট আসে। সেই রিপোর্টে ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। 

সনাক্তের মধ্যে সদর উপজেলায় ৮জন, মহাদেবপুরে ১জন, বদলগাছিতে ১জন, ধামইরহাটে ১জন, পত্নীতলায় ১জন এবং মান্দায় ২জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরর্শেদসহ আক্রান্ত সকলের শারীরিক অবস্থা ভালো আছে এবং তাদের সকলের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে ।

উল্লেখ্য জেলায় এই পর্যন্ত ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মৃত্যুবরন করেছেন দুই জন। মৃত্যুবরন কারী ২জন সদর উপজেলার বাসিন্দা ছিলেন।