জামালপুরে এমপিসহ একদিনে করোনায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক
ইয়ামিন মিয়া- জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা জুন ২০২০ ০১:১০ অপরাহ্ন
জামালপুরে এমপিসহ একদিনে করোনায় আক্রান্ত ৫৪

জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলালসহ একদিনেই নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭জনে। বৃহস্পতিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে প্রথম, দৃতীয় ও তৃতীয় দাপে ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়নাসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

এছাড়া বকশীগঞ্জে ১৮, সদরে ৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জন।

জামালপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন ও সুস্থ্য হয়েছেন ১২৯ জন।