প্রকাশ: ১ জুন ২০২০, ১৫:৫১
প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়া তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।নজরুল ইসলাম এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সেরও (বিএবি) চেয়ারম্যান।জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে।
এখন পর্যন্ত নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।তবে তার ছেলে ওয়ালিদ বিন নজরুল ও তার স্ত্রী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।