আদিতমারীতে করোনা আক্রান্ত সব রোগী সুস্থ হয়েছেন।লালমনিরহাটের আদিতমারী উপজেলায় করোনা আক্রান্ত ১৪ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।শনিবার (৩০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন প্রধান।তিনি বলেন, উপজেলার পূর্ব দৌলজোর গ্রামে ঢাকাফেরত এক পোশাক শ্রমিকের করোনার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ছিলেন এ উপজেলার প্রথম করোনা শনাক্ত ব্যাক্তি। প্রথমে তার বাড়ি লকডাউন করা হয়।
এরপর ওই ব্যাক্তির পরিবার, স্বাস্থ্যকর্মী ও নার্সসহ মোট ১৪ জন করোনায় সংক্রমিত হয়ে হোম আইসলোশনে চিকিৎসা নেন। পর্যাক্রমে তারা সবাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন।শনিবার সবশেষ আক্রান্ত ৫ রোগীর সুস্থতার মধ্য দিয়ে পুরো উপজেলা আপাতত করোনামুক্ত। করোনা সংক্রমণের কারনে লকডাউনে থাকা সকল বাড়ি ও প্রতিষ্ঠানকে মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন।আগামীতে সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সবশেষ ৫ রোগীর সুস্থতার মধ্য দিয়ে উপজেলার সব করোনা রোগীই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।তাই লকডাউনে থাকা এসব রোগীকে চিকিৎসা সনদসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের লকডাউন খুলে দেওয়া হয়েছে। আপাতত এ উপজেলায় আর কেউ লকডাউনে নেই বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।