প্রকাশ: ২৯ মে ২০২০, ২২:২৮
ব্রাজিলে একদিনেই ২৭ হাজার করোনা রোগী শনাক্ত।ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এ জন্য লকডাউন নিয়ে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর শৈথিল্যকে দায়ী করছেন অনেকে। এরই মাঝে ব্রাজিলকে সতর্ক করে দিয়ে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক জানিয়েছে, এখনই আরও কঠোর ব্যবস্থা না নিলে আসছে আগস্টের শুরুতেই ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।