প্রকাশ: ২৯ মে ২০২০, ১৬:৩৩
করোনাভাইরাস মহামারির কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে লাখ ছাড়িয়েছে। তবে কয়েকদিন থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নিচে থাকলেও বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয়েছে ১২২৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩ হাজার ৩৩০ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন।