দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ জন বংলাদেশি ইপিএস কর্মী করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছে। দেশে গিয়ে আটকেপড়া ৮৩ জন ইপিএস কর্মী একটি চার্টার্ড ফ্লাইটে বুধবার কোরিয়াতে আসেন। এই ফ্লাইটের ১৮ জন এয়ারপোর্টে পৌঁছানোর পরপরই স্বাস্থ্যগত কিছুটা অস্বাভাবিকতার কথা জানায় এয়ারপোর্ট মেডিকেল টিমকে। দ্রুত তাদের টেস্ট করা হলে ৭ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে ৫ জন বাংলাদেশি, দুইজন কোরীয় নাগরিক।
এই ফ্লাইটে যারা এসেছেন তারা সবাই নিজ দায়িত্বে হোম কোয়ারিন্টিনে আছেন। তবে তিনদিনের মধ্যে সবার পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য কেন্দ্রে।
চার্টার্ড ফ্লাইটে আসা ইপিএস কর্মী মোহাম্মদ আল আজিম বলেন, আমি এখন সিংচি সিটিতে একটি রুমে হোম কোয়ারেন্টিনে আছি। ক্লিনিক থেকে থেকে প্রতিদিন ৫ বার ফোন করে খোঁজখবর নিচ্ছে। ১০ জুন করোনা টেস্টের কথা থাকলেও ৫ বাংলাদেশির করোনা পজেটিভ হওয়ায় আজই মেডিকেল টিম পরীক্ষা করেছে। আগামীকাল রিপোর্ট হাতে পাব। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ তারিখে কোম্পানিতে জয়েন করব ইনশাআল্লাহ।
এর আগে ১১ মে চার্টার্ড ফ্লাইটে আসা ৪ জন বাংলাদেশির করোনা ধরা পড়ে। কোরিয়াতে বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা ৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৪ জনে। মৃত্যু হয়েছে ২৬৯ জনের। সুস্থ হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।