প্রকাশ: ২৭ মে ২০২০, ৩:৫১
ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় বাবা-মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আক্রান্ত ব্যাক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা-কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী(টিএলসিএ) পদে কর্মরত। তাঁর আক্রান্ত মেয়ে ১১ বছরের কণ্যা শিশু। তাঁদের বাসা বোরহানউদ্দিন পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডে। গত শনিবার(২৪ মে) ওই দুই জনের করোনার উপসর্গ দেখা দিলে তাঁদের নমুনা শনাক্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, রাতে বৃষ্টির কারণে লকডাউনের ঘর-বাড়ি শনাক্ত করা যাচ্ছেনা। বৃহস্পতিবার সকালে সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এর আগে গত ২৩ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ বছরের এক কণ্যা শিশু করোনায় আক্রান্ত হয়। বাড়িতে আইসোলেসনে থাকার পর গত ৭ মে ওই শিশুকে সুস্থ ঘোষণা করা হয়।